ট্রাফিক পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাব গ্রেটার চিটাগংয়ের ছাতা বিতরণ

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব গ্রেটার চিটাগংয়ের উদ্যোগে এবং এম কে ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার নগরীর টাইগার পাস এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থী, ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব গ্রেটার চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জমির উদ্দিন তাদের হাতে ছাতা তুলে দেন।

এ সময় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জমির উদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে ট্রাফিক পুলিশআনসারের পাশাপাশি কোমলমতি ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, রোটারিয়ানরা মানবিক কাজের পাশাপাশি জনসেবামূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সামাজিক চাহিদার আলোকে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগং আরও নতুন নতুন কর্মসূচি হাতে নেবে। ছাতা বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার, রোটারিয়ান মিজানুর রহমান আপন, রোটারিয়ান এম এ মতিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জেএসইউএসের কমিউনিটি ইন্টার্ন কর্মীদের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের অনুদানের চেক