নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার–পরিচ্ছন্ন ও যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা। মাঠে পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতাকর্মী না থাকায় গত কয়েকদিন ধরে এ কাজের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন তারা। দেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের এমন ভূমিকা সব মহলে প্রশংসিত হয়েছে। শহরের প্রতিটি জায়গায় লক্ষ্য করলে দেখা যাচ্ছে যেখানে ৫ জন দায়িত্ব পালন করলে হয়ে যাচ্ছে কিন্তু সেখানে ২০ জন আছে। কেউ বলছে গাড়ি থামান, কেউ বলছে চলে যান। চালকরা আছে আতংকে তারা কী করবে সে মুহূর্তে তারাই বুঝতে পারছে না। আনসারকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য, তারপরেও ছাত্রছাত্রীরা কাজ করছে ভালো কথা কিন্তু তা নিয়মের মধ্যে হওয়া উচিত। একচেটিয়া সব ছাত্রছাত্রীরা না নেমে বিভিন্ন স্কুল, কলেজের স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট সহ অন্যান্য সংস্থাগুলোর সদস্যরা এই দায়িত্ব পালন করলে সুন্দর হয় কারণ তাদের প্রত্যেক সংস্থার একটি নির্দিষ্ট ড্রেস আছে যা দেখে চালকরা মানতে বাধ্য। আমাদের দেশ একটা সুন্দর নিয়মে চলুক এবং একটা সুন্দর বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে সবাই চলুন কাজ করি।
শরীফ হাসান
চট্টগ্রাম।