ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, সাফাই অভিযান

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

সরকারি বিভিন্ন জরুরি পরিষেবা বন্ধ থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সড়কমহাসড়কে পুলিশ না থাকায় যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় শুরু হয় শিক্ষার্থীদের এ অভিযান। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

জেলা রেড ক্রিসেন্ট : জেলার বিভিন্ন সড়কমহাসড়কে রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ইউনিটের সহযোগিতায় ও যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের তত্ত্বাবধানে ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। জেলা ইউনিটের আওতাধীন বিভিন্ন উপজেলায় সড়কমহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করে উপজেলা দলের স্বেচ্ছাসেবকবৃন্দ। গতকাল বুধবার জেলার কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়াসহ আরো কয়েকটি উপজেলায় স্ব স্ব উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন, অতীত থেকেই যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা মানুষের সেবায় সর্বদা কাজ করছে। বর্তমানেও দেশের ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবীরা নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসছে। শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণে নয় আগামীতে যেকোনো জরুরি সেবায় স্বেচ্ছাসেবকরা মানুষের সেবামূলক কার্যক্রমে দৃঢ় প্রতিজ্ঞ।

ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বিবিরহাট বাসস্ট্যান্ড থেকে এ লিফলেট বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ সাজ্জাদ আহমদ ফাহিম, দাউদুল করিম সিকদার, জামান বাবু, সাইফুল, নাঈম, জুয়েল, মিরাজ, রোমান, বেলাল আহমদ রেজা প্রমুখ।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা সদর বটতলি স্টেশনে যানজট নিরসন এবং পদুয়া স্টেশন, থানা ও উপজেলা পরিষদ ভবনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনের লোহাগাড়ার সমন্বয়ক মো. জোবাইর জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীরা মাঠে কাজ করছে। সবার সহযোগিতা ও আন্তরিকতায় সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে। একই সাথে শিক্ষার্থীরা পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করছে। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে।

আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চাতরী চৌমুহনী বাজারসহ ব্যস্ততম বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল পরিস্থিতি ছিল সুশৃঙ্খল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনোয়ারার ব্যস্ততম চাতরী চৌমহনী বাজার, তৈলারদ্বীপ সরকার হাট, তৈলারদ্বীপ সেতুসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান নিয়ে যানজট নিরসন, সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও সাধারণ মানুষের চলাচলে সহায়তা করেন শিক্ষার্থীরা। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। আনোয়ারায় সমন্বয়কের দায়িত্বে থাকা তারেক নিজাম ও সাজ্জাত হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে সকল বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।

বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, উপজেলায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছেন স্কাউটসের সদস্যরা। গতকাল বুধবার সকালে রোভার স্কাউটস গার্ল ইন স্কাউট উপজেলার গোমদন্ডী ফুলতল, পৌর সদর ও বুড়িপুকুর পাড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন কাজে ২৮ জন সদস্য ৩টি ইউনিটে বিভক্ত হয়ে অংশ নেন তারা। এছাড়া যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধ করেন তারা। স্থানীয় সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন বলেন, আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ৫টি ইউনিট দুই শিফট এ সেবা প্রদানে নিয়োজিত থাকবেন।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে শৃঙ্খলা ফেরাল শিক্ষার্থীরা। যানজট নিরসনে পটিয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে শিক্ষার্থীদের। গতকাল সকাল থেকে পটিয়া সদরের থানার মোড়, পোস্ট অফিস মোড়, মুন্সেফ বাজার, উপজেলা গেইট, ডাকবাংলো মোড়, বাস স্টেশন, বাইপাস মোড়সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে ছিলেন উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে যানজট নিরসনে কাজ করছেন। এ সময় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর অনুরোধ করতেও দেখা যায় শিক্ষার্থীদের। স্থানীয় জনসাধারণ যানজট নিরসনে শিক্ষার্থীদের এমন ভূমিকার প্রশংসা করেন। এ সময় শিক্ষার্থীরা পৌর শহরের সকল ব্যবসায়ীদের ফুটপাত দখল না করা এবং যত্রতত্র আবর্জনা না ফেলতে অনুরোধ করেন। শিক্ষার্থীরা পটিয়া সদরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক নিয়ন্ত্রণে গতকাল রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। বিকালের দিকে পৌরসদরের বাস স্টেশন এলাকায় উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিনের নেতৃত্বে ছাত্রদল কর্মীরা যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে। সকাল থেকে সদরের কলেজ গেইট, বাজার, বাস স্টেশন সড়কে যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা। এছাড়াও মডেল থানাসহ বিভিন্ন এলাকায় পরিষ্কারপরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

কক্সবাজার : কক্সবাজার প্রতিনিধি জানান, গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করেছে শিক্ষার্থরাী। এ সময় তাদের সাথে দেখা গেছে আনসার ব্যাটালিয়ন ও রোভার স্কাউটসের সদস্যরা। এছাড়া কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সদর মডেল থানা প্রাঙ্গণ পরিষ্কার করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দায়িত্ব পালনে শহরের যানজটের চিরচেনা পয়েন্ট কেন্দ্রীয় বাসটার্মিনাল, ডলফিন মোড়, গুনগাছতলা, পানবাজার, বাজারঘাটা, বার্মিজ মার্কেট এলাকার চিত্র বদলে গেছে। কোথাও তেমন যানজট দেখা যায়নি। অ্যাম্বুলেন্সের জন্য রাখা হয়েছে আলাদা লেইন।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বিজয় মিছিল-সমাবেশ
পরবর্তী নিবন্ধবিজিএমইএ নেতৃবৃন্দের চট্টগ্রাম কাস্টমস্, কাস্টমস্‌ বন্ড ও বন্দর পরিদর্শন