ট্রান্সফরমারে আগুন বাকলিয়া ৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন

রাত ৯টা থেকে ধাপে ধাপে সরবরাহ শুরু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ বাকলিয়ার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এমভিএ পাওয়ার ট্রান্সফরমারে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ৭ ঘন্টার মত বিদ্যুৎ ছিলনা। সাব স্টেশনের নির্বাহী প্রকৌশলী নেতৃত্বে দিনভর চেষ্টা চালায় প্রকৌশলীসহ এই কেন্দ্রের কর্মচারীরা। কিন্তু বারবার চেষ্টার পরও লাইন চালু করতে গেলে আবার সরবরাহ লাইন বন্ধ হয়ে যায়। যার কারণে ৭ ঘন্টা পর্যন্ত পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানান বাকলিয়া সাব স্টেশনের সংশ্লিষ্ট প্রকৌলশীরা।

গতকাল বুধবার রাতে এলাকাবাসী আজাদী অফিসে ফোন করে জানান, দুপুর দেড়টা থেকে বাকলিয়া এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। দুপুরে চলে যাওয়া বিদ্যুৎ রাত ৯টার দিকে আসে বলে জানান খালপাড় এলাকার বাসিন্দা আবদুল রহিম ও মো. শফি।

পিডিবির বাকলিয়া সাব স্টেশনের নির্বাহী প্রকৌশলী আজাদীকে বলেন,

দুপুরে হঠাৎ করে লাইন ফল্ট হয়েছে। আমরা লাইন চালু করতে গেলে আমাদের মূল লাইন বন্ধ হয়ে যাচ্ছে। যে ট্রান্সফরমারে আগুন লেগেছে ঐটা বাদ দিয়ে বিকল্প উপায়ে আমরা অর্ধেক লাইন চালু করছি। অল্প কিছুক্ষণের মধ্যে পুরোটা চালু হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে নিজের কর্মস্থলে প্রকৌশলীর ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধপারুয়া-কাউখালীতে হচ্ছে নতুন সড়ক যোগাযোগ