হৈ হুল্লোড় আর খেলাধুলা
সহপাঠীর সাথে,
কেউবা ছিলো মত্ত পড়ায়
নানান স্বপ্ন গাঁথে।
উত্তরার ওই মাইলস্টোনে
সবাই ছিলো ব্যস্ত,
শিক্ষক আরো কর্মচারী
যে যার কাজে ন্যস্ত।
হঠাৎ করে একটি বিমান
ঝড়ের বেগে এসে,
এক নিমিষেই কেড়ে নিলো
জীবন্ত প্রাণ হেসে।
স্বজনহারা দুখ সাগরে
নোনা রুধির ঝরে,
অকস্মাৎ এই ট্রাজেডিতে
শোকের মাতম ঘরে।