কাপ্তাই সড়কের রাউজানের ব্রাহ্মণহাটের কাছে ট্রাক–সিএনজির সংঘর্ষে চুয়েটের এক শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুটি গাড়িই নোয়াপাড়া ক্যাম্প পুলিশ আটক করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সাদ্দাম হোসেন জানিয়েছেন, ঘটনার সংবাদ পেয়ে তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। দুঘটনা কবলিত দুটি গাড়ি পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন চুয়েটের নারী শিক্ষক মিসানুন নেছা, মনির হোসেনসহ অন্য একজন। তিনি বলেন ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।