ট্রাক ড্রাইভার সেজে ১৭ বছর আত্মগোপন

অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

ডাকাতি মামলায় ৭ বছরের সাজা এড়াতে ১৭ বছর কক্সবাজারসহ নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল হালিম প্রকাশ লিটনকে (৩৮) গত ৭ মে রাত ২টায় নগরীর দেওয়ানহাট এলাকা হতে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হালিম প্রকাশ লিটন ২০০৫ সালে চট্টগ্রাম মহানগরী পাহাড়তলী এলাকায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাহাড়তলী থানা পুলিশের টহল টিম তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে আসামি আব্দুল হালিম প্রকাশ লিটন এবং তার অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। পরবর্তীতে পাহাড়তলী থানা পুলিশের টহল টিমের ইনচার্জ আসামি আব্দুল হালিম প্রকাশ লিটনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে ২০০৫ সালের ১ জুন নগরীর পাহাড়তলী থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শেষে পলাতক আসামি আব্দুল হালিম প্রকাশ লিটনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলা দায়ের পর থেকে আসামি আব্দুল হালিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। র‌্যাব গোপন সূত্রে জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হালিম নগরীর দেওয়ানহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৭ মে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আসামি আব্দুল হালিম পাহাড়তলীর সরাইপাড়া এলাকার আব্দুল মান্নানের পুত্র। সে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৭ বছর যাবৎ কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ট্রাক ড্রাইভার ছদ্মবেশে আত্মগোপন করেছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধঅপসংস্কৃতি রোধে দরকার রবীন্দ্র-চর্চা