ট্রাক-কার সংঘর্ষ, নিহত এক

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

পটিয়ায় ডাম্পার ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪ জন। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব গাজীপুরের পুবাইল এলাকার মৃত আজাহার আলী বেপারীর ছেলে। আহতরা হলেন, গাজীপুরের পুবাইল এলাকার মালেকের ছেলে মামুন (৩০), মো. ইসমাইলের ছেলে রুবেল (৩০), মো. ছিদ্দিকের ছেলে নাঈম (৩২) ও রফিকুল ইসলামের ছেলে মামুন (২২)

পটিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম জানান, ভোররাত ৪টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন পয়েন্টে একটি ডাম্পার ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালক হাবিবকে মৃত ঘোষণা করেন। আহত ৪ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ডাম্পার ট্রাকটি প্রাইভেটকারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধডিসি পার্কে ফুল উৎসব উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধএ মাসেই শুরু হচ্ছে কাপ্তাই সড়ক প্রশস্তকরণের কাজ