ট্রাকে ট্রাকে আসছে গরু

প্রথম দিন বেচাকেনা কম ।। দাম সহনীয় রাখতে ‘খুঁটি বাণিজ্য’ বন্ধের আহ্বান

মোরশেদ তালুকদার | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

নগরের পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর গরু নিয়ে আসছেন বেপারিরা। গতকাল ট্রাকে ট্রাকে নিয়ে আসা গরু নামাতে দেখা গেছে বাজারগুলোতে। পথেও গরুবাহী প্রচুর ট্রাক রয়েছে। ফলে স্থানীয় উৎপাদনের বিপরীতে কোরবানি পশুর যে সংকট ছিল তা কেটে যাচ্ছে। এ অবস্থায় সংকট না থাকায় এবার পশুর দামও তুলনামূলক সহনীয় রাখার আশ্বাস দেন বিক্রেতারা। তবে এক্ষেত্রে ‘খুঁটি বাণিজ্য’ নিয়ন্ত্রণ না থাকলে শেষ মুহূর্তে গরুর দাম সহনীয় রাখা কঠিন হবে বলে ইঙ্গিত দেন তারা। নগরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বসে স্থায়ীঅস্থায়ী পশুর হাট। গতকাল ছিল বাজারের প্রথম দিন। এদিন হাটগুলোতে প্রচুর কোরবানির পশু এলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। বিকিকিনিও তেমন হয়নি। অল্পসংখ্যক বিক্রি হয়েছে। বিক্রি হওয়া কোরবানি পশুর বেশিরভাগই স্বজনদের উপহার দেয়ার জন্য কিনেছেন বলে জানান ক্রেতারা।

ইজারাদাররা জানিয়েছেন, শহরের কোরবানিদাতাদের বেশিরভাগই রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে শেষ দিকেই কিনেন কোরবানির পশু। ওই হিসেবে বাজার জমে উঠতে কয়েকদিন সময় লাগবে। তবে দুয়েকদিন গেলেই ক্রেতাবিক্রেতার সরব উপস্থিতিতে বাজার জমে উঠবে।

চসিক সূত্রে জানা গেছে, এবার সাতটি অস্থায়ী পশুর হাটে ইজারাদার নিয়োগ করা হয়। এর মধ্যে দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আউটার রিং রোডস্থ সিডিএ বালুর মাঠে হাট বসানোর জন্য নিয়োগ দেয়া ইজারাদার তার ইজারা বাতিলের জন্য আবেদন করেন। মাঠটিতে হাট বসানোর মাঠের মালিক অনুমতি না দেয়ায় হাট বসাতে পারছে না বলে জানান। গতকাল তার ইজারা বাতিল করে চসিক। তবে চসিক দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে ওই বাজারের ইজারা দেয়া যায় কিনা খতিয়ে দেখছে। তবে শেষ পর্যন্ত ইজারাদার নিয়োগ করা না গেলে এবার অস্থায়ী পশুর হাট একটি কমে দাঁড়াবে ৬টিতে।

বাজারগুলো হচ্ছে কর্ণফুলী পশুর বাজার (নূর নগর হাউজিং এস্টেট অথবা বহদ্দারহাট এক কিলোমিটার হতে শাহ আমানত ব্রিজের উত্তর পাশ পর্যন্ত), ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বাটারফ্লাই পার্কের দক্ষিণে টি কে গ্রুপের খালি মাঠ, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পাশে টিএসপি মাঠ, একই ওয়ার্ডের মুসলিমাবাদ রোডের সিআইপি জসিমের খালি মাঠ, ২৬ নং ওয়ার্ডের বড়পোল সংলগ্ন গোডাউনের পরিত্যক্ত মাঠ, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের ওয়াজেদিয়া মোড়।

এছাড়া স্থায়ী হাট আছে তিনটি। এগুলো হচ্ছে সাগরিকা পশুর বাজার, বিবিরহাট গরুর হাট ও পোস্তারপাড় ছাগলের বাজার। এবার সাগরিকা ও কর্ণফুলী পশুর বাজারে ডিজিটাল লেনদেন করতে পারবেন ক্রেতাবিক্রেতারা। অর্থাৎ ক্যাশ বা নগদ লেনদেনের পরিবর্তে ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ লেনদেন করা যাবে।

গতকাল বাজার ঘুরে দেখা গেছে, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নাটোরসহ অন্যান্য এলাকা থেকে গরু এনেছেন বেপারিরা। আছে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী থেকে আনা গরুও। স্থানীয় বিভিন্ন খামারে হৃষ্টপুষ্ট করা প্রচুর গরুও আনা হয়েছে বিক্রির জন্য।

মুসলিমাবাদ রোডের সিআইপি জসিমের খালি মাঠে বসা বাজারের ইজারাদার হারুনুর রশিদ আজাদীকে বলেন, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেপারিরা গরু নিয়ে এসেছেন। গরুবাহী ট্রাক পথে আছে। গতকাল কয়েকটি গরু বিক্রি হয় বলে জানান তিনি। আগামী ২৪২৫ জুন থেকে বাজার জমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিবিরহাট গরুর বাজারে দেখা গেছে, গতকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে গরুবাহী ট্রাক নিয়ে আসেন বেপারিরা। মাগুরা, ঝিনাইদহ ও পাবনা থেকেও আজকালের মধ্যে বেপারিরা গরু নিয়ে আসবেন বলে জানান সংশ্লিষ্টরা।

বেপারিদের সঙ্গে আলাপকালে জানা গেছে, কোরবানির পশুর হাটগুলোতে ইজারাদারদের পক্ষ থেকে খুঁটি (ব্যবসায়ীদের ভাষায় খাইন। আকারভেদে এসব খাইনে ৯ থেকে ১৫টি গরু রাখা যায়) স্থাপন করা হয়। নিয়ম হচ্ছে ইজারাদারগণ হাছিলের অর্থ আদায় করতে পারবেন। কিন্তু তারা খুঁটির মূল্যও নেন। তাই বাড়তি খরচ মেটাতে পশুর দাম বাড়িয়ে দিতে বাধ্য হন বলে জানান বেপারিরা। অর্থাৎ মূল দামের সাথে অতিরিক্ত খরচের লাগাম টেনে ধরতে বাড়ানো হয় গরুর মূল্য। আর এর মাশুল গুনতে হয় ক্রেতাদের।

সাগরিকা বাজারে মেয়র : সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী গতকাল সাগরিকা গরুর বাজারে কোরবানির পশু বেচাকেনা উদ্বোধন করেন। পরে তিনি বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ব্যবসায়ীদের স্বাধীনভাবে নগরীর যে কোনো হাটে ব্যবসা করার অধিকার রয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মো. ইসমাইল, সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান ও বাজারের ইজারাদার মো. এরশাদ মামুন।

পূর্ববর্তী নিবন্ধ১০ শ্রেণির পণ্যে এলসি মার্জিনের কড়াকড়ি শিথিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ক্যান্সার হাসপাতাল চালু হচ্ছে অক্টোবরে