ট্রাকে ঝুঁকিপূর্ণ কাঠ পরিবহন

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাপ্তাই সড়কে রাতদিন ছোট-বড় যানবাহনের চাপে নানাস্থানে সৃষ্টি হয় যানজট। পথে পথে হাটবাজার। হাঁটাচলায় থাকে হাজার হাজার মানুষ। এমন একটি ব্যস্ততম সড়কে প্রায় প্রতিদিন দেখা যায়- ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রাক,জীপ, টমটম গাড়িতে পণ্য পরিবহনের দৃশ্য। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই সড়কের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাট অতিক্রমকালে একটি কাঠবাহী ট্রাকের দৃশ্য দেখে যেকোনো মানুষের গা শিউড়ে উঠবে। পুরাতন রশিতে বেঁধে বড় বড় গাছের গুড়ি বহন করছিল ওই ট্রাকটি। প্রত্যক্ষদর্শীরা বলেছেন- চলন্ত ট্রাক থেকে হঠাৎ রশি ছিঁড়ে গাছের গুড়ি রাস্তায় গড়িয়ে পড়লে বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীর অভিযোগ
পরবর্তী নিবন্ধতৃতীয় ধাপে ভাসানচর যাচ্ছে আরো ৩ হাজার রোহিঙ্গা