ট্রাকের সাথে সংঘর্ষ, মোটর সাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হোসাইন বিন আরিফ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটর সাইকেলে থাকা জয়নাল আবেদিন মারাত্মক আহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুমিরা মাস্টার পাড়া এলাকায় আব্দুর রহমানের পুত্র। জানা যায়, দুই বন্ধু আরিফ ও জয়নাল মোটরসাইকেল যোগে ছোট কুমিরা মাষ্টার পাড়া নিজ বাড়ি আসছিলো। উপজেলার ছোট কুমিরা বাজার অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলটি ট্রাকের নীচে ঢুকে পড়ে। এসময় দুই বন্ধুই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। অপর বন্ধু জয়নাল আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধদুই বছর আগের মামলায় রিজভীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ