ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী তরুণের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহী তরুণের মৃত্যু হয়েছে। গত সোমবার দিনগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মোহাম্মদ হাসান রিয়াদ (২৬)। তিনি একই উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা লুকতার বাপের এলাকার আবদুল কুদ্দুসের পুত্র ও সাত মাস বয়সী এক কন্যাসন্তানের জনক। এছাড়া তিনি চুনতি হাকিমিয়া কামিল মাদ্‌রাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র। পাশাপাশি বাড়ির পাশে জামছড়ি ব্রিজ এলাকায় একটি দোকানে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা, প্রিন্টিংয়ের কাজ ও ইলেকট্রনিক পণ্য বিক্রি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কঙবাজারমুখী মালবাহী একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইক আরোহী রিয়াদ মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মামাতো ভাই মো. আকিল জানান, রাতে বড়হাতিয়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে যান রিয়াদ। খাওয়াদাওয়া শেষে বাইক যোগে নিজেদের বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় ট্রাকের সাথে সংঘর্ষে তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাইক ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ট্রাক চালক কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আরেক ভুয়া শিক্ষার্থী আটক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, সরিয়ে নেয়া হল পাইপ