ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসচালক নিহত হন। এ সময় বাসের আরো তিন যাত্রী আহত হয়েছেন। গত মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম মো. আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। আহতরা হলেন মো. তৈমুর খান, মো. রাজু মিয়া ও তরিকুল ইসলাম। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৬টায় মীরসরাই ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী গ্রীনলাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। এ সময় বাসে থাকা আরো তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা উদ্ধার কাজ আরম্ভ করি। বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গেছে। এ সময় আটকে পড়া বাস চালকের মৃত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বাসচালকের পরিবারকে খবর দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ সাশ্রয়ে প্যাসিফিক জিন্সের সোলার পাওয়ার প্ল্যান্ট
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা