ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে বাসের হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ি ইনচার্জ সোহেল সরকার বলেন, নিহত ব্যক্তির নাম মো. মিনহাজ উদ্দিন (২৬)। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী সবুজপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধআজ নগরীতে এসএমই ফাইন্যান্সিং ফেয়ার শুরু
পরবর্তী নিবন্ধস্থপতি ও ভাস্করের শিল্প চিন্তার মেলবন্ধন ‘দাঁড়’