নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে একটি বালুবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে কারের দুই আরোহী আহত হয়েছে।
তারা হলেন, জুনাইদ ও তার স্ত্রী শামসুন্নাহার। একপর্যায়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল এ দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মোখলেছ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দাঁড়িয়ে ছিল বালুবাহী ট্রাকটি। পেছন থেকে হঠাৎ করে একটি প্রাইভেটকার এসে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা দুই আরোহী আহত হয়েছেন।












