ট্রাকের নিচে কাজ করার সময় চাপা পড়ে চালকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ট্রাকের নিচে মেরামত করার সময় চাপা পড়ে মো. ফারুক (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের উপজেলার সামনে এই ঘটনা ঘটে। নিহত ফারুক ঢাকা কেরানীগঞ্জের আলিমুদ্দিনের ছেলে। জানা যায়, গতকাল সকালে মহাসড়কের পাশে গাড়ি রেখে নিচে জগ লাগিয়ে গাড়ি মেরামত করছিলেন চালক মো. ফারুক। হঠাৎ জগটি সরে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ গাড়ির নিচে চাপা পড়া থেকে চালকের লাশ উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল হাকিম আজাদ বলেন, সড়কের পাশে ট্রাক রেখে গাড়ির নিচে জগ লাগিয়ে মেরামতের কাজ করছিলেন চালক, এ সময় হঠাৎ করে জগটি পজিশন থেকে সরে গেলে গাড়িতে চাপা পড়েন তিনি। খবর পেয়ে আমরা লাশটা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বাইক খাদে পড়ে পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পুলিশের আইজি ও র‌্যাব মহাপরিচালকের সফর বাতিল