বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নগরে প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র। তার নাম জয়দীপ দাস (১৯)। গতকাল ভোরে স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জয়দীপ মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। মোটেল সৈকতের সামনে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান তিনি।
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নির্মল কান্তি দাসের ছেলে জয়দীপ। তাদের গ্রামের বাড়ি কক্সবাজার। তবে নগরের ১ নম্বর জয়নগর এলাকার সেকান্দর ভিলায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। জয়দীপ মীরসরাই ডিগ্রি কলেজের ছাত্র। তারা দুই বোন, এক ভাই। একমাত্র ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পাড়েন জয়দীপের দুই বোন।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান জানান, মোটেল সৈকত এলাকায় ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী জয়দীপ।