নগরীতে সড়ক দুর্ঘটনায় কুলসুম বেগম (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিকশাযোগে পোশাক কারখানায় যাচ্ছিলেন কুলসুম। পথে সিটি কর্পোরেশনের আবর্জনাবাহী একটি ট্রাক রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কুলসুমের মৃত্যু হয়। নিহত কুলসুম ডবলমুরিং পান্না পাড়া এলাকার মো. ইদ্রিস মিয়ার স্ত্রী।
হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আব্দুল হামিদ।