সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় অটেরিকশা খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ যাত্রী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জুয়েল (২৮)। তার বাড়ি কুমিরা এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতরা হলেন- মানিক, কাজী মইনুল ইসলাম, নুরুল ইসলাম ও সাগর। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরো ৪ যাত্রী। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সেকেন্ড অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।