ট্রাকের তেলের ট্যাংকে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ৩

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে এক লাখ ১৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিন পাচারকারীকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুমিরা কাজীপাড়াস্থ ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীরা হলেন টেকনাফ থানার হাতিয়াঘুনা এলাকার আজিজুর রহমানের পুত্র মো. মহিবুল্লাহ (২৪), কর্ণফুলী থানার আজিমপাড়া এলাকার জামাল হোসেনের পুত্র মো. ইয়াসিন (১৯) ও বাঁশখালী থানার কুকদন্ডী এলাকার বাচা মিয়ার পুত্র মো. আলম (২১)। র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আফছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের কুমিরা কাজীপাড়াস্থ ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় ঢাকামুখী একটি ট্রাককে থামতে সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করেন। এ সময় পিছু ধাওয়া করে ট্রাকটি আটকের পাশাপাশি ভেতরে থাকা তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত ৫৭০টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট থেকে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে জানান র‌্যাব কর্মকর্তা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেপ্তার তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের পাশাপাশি তাদের ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, র‌্যাবের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পাচারকারীকে গতকাল বুধবার বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচনকে ভয় পায় আওয়ামী লীগ