ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় ট্রাকচাপায় মোহাম্মদ জাফর নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত জাফর উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব মাস্টারপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় জাফর মারা যাওয়ার খবরে মীরসরাই উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কারণ তিনি ছিলেন বিএনপি পাগল লোক। জাফর মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী হলেও বিএনপির মিছিলে সবার আগে থাকত। অনেক সময় রাতে দলীয় কার্যালয়ে ঘুমাতো। গতকাল শুক্রবার সকাল ১০টায় নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।
মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল চৌধুরী বলেন, প্রতিবন্ধী জাফর বিএনপি করলেও সবাই তাকে আদর করত।