রেলওয়ে সেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গঠিত পূর্বাঞ্চলের ৭টি টাস্কফোর্স প্রতিদিন বিভিন্ন স্টেশনে সচেতনতামূলক কর্মসূচি নিয়ে যাচ্ছেন। রেলের মোটর ট্রলিযোগে এই যাত্রা। তারা যাত্রীদের সুযোগ-সুবিধা এবং অভাব-অভিযোগের কথা শুনছেন। স্টেশন পরিচ্ছন্ন আছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করছেন। যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। ৪ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামীকাল ১০ ডিসেম্বর পর্যন্ত।
গতকাল ৬ নং টাস্কফোর্স প্রধান রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম থেকে মোটর ট্রলিযোগে দোহাজারী রুট পরির্দশন করেন। মাসখানেক আগে মোটর ট্রলিযোগে দোহাজারী রুট পরিদর্শনে গেলে চক্রশালা এলাকায় ট্রলি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই ভয়ে গতকালের মোটর টাস্কফোর্সের সদস্যরা হেলমেট পরে যান। চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা প্রায়ই ঘটছে। বিশেষ করে চট্টগ্রাম-ঢাকা রুটে এই ঘটনা রাতের বেলায় বেশি ঘটে। তবে গত মাসে দোহাজারী রুটে দিনেদুপুরে রেল কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমান আজাদীকে বলেন, প্রতিদিনই আমরা ট্রলিযোগে বিভিন্ন স্টেশনে গিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছি। আজকে (গতকাল) আমাদের কর্মসূচি শেষ হয়েছে।
তিনি বলেন, সোমবার নাজিরহাট রুটে গেছি। যাত্রীদের সাথে কথা বলেছি। তাদের সমস্যাসমূহ চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধান করা হচ্ছে। যাত্রীসেবার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কমিটিতে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফীন পাটোয়ারীসহ কয়েকজন কর্মকর্তা রয়েছেন বলে জানান তিনি।