সাগর ও নদীর মোহনায় মাছ ধরার দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল। ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম থাকায় গত ২০ মে মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। নিষেধাজ্ঞার শেষ সময়ে সন্দ্বীপের অন্যতম মাছ ঘাট গাছতলীর হাট ও বাংলাবাজার ঘাটে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় জেলেরা। জাল বোনা ও ট্রলার, নৌকা মেরামতের মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছেন সাগরে মাছ ধরার।
জানা যায়, ফিশিং ট্রলার ও ছোট ইঞ্জিন চালিত ফিশিং নৌকা মিলিয়ে প্রায় দুই শতাধিক মাছ ধরার ট্রলার রয়েছে সন্দ্বীপের দক্ষিণ পশ্চিম বাংলাবাজার ঘাটে। প্রায় দুই হাজার জেলে এখানে মৎস্য আহরণে জড়িত। তবে এর মধ্যে অনেকে আছে শুধু ইলিশের মৌসুমে মাছ ধরার কাজ করেন। ইলিশের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে তাদের পেশাও পাল্টে যায়।
স্থানীয় জেলে বিধান জলদাশ বলেন, বছরের এ সময় আমরা ইলিশ মাছ ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। সাগরের দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে আমাদের কিছুটা বেকাদায় পড়তে হয়। তবে যেহেতু সরকার ভালো মনে করে দেয় তাই আমাদেরও এটি মেনে চলতে হয়। আশাকরি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পর্যাপ্ত মাছ আহরণ করে আমরা সফলতা পাবো।