ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলের মৃত্যু, একজন আইসিইউতে

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের নুনিয়ারছড়ায় গত শুক্রবার মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে আহতদের মধ্যে আইয়ুব আলী (৫৮) নামের একজন জেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর চারটার দিকে তিনি মারা যান। এছাড়া রহিম উল্লাহ নামে অপর এক দ্বগ্ধ যুবককে চমেক হাসপাতালের বার্ন ইউনিট থেকে গতকাল সন্ধ্যায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়। তার বাড়ি কক্সবাজার সদরের চরপাড়া এলাকায়। আইয়ুব আলীর পারিবারিক সূত্র জানিয়েছে, চমেক হাসপাতালের বার্ণ ইউনিট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। মারা যাওয়া জেলে মো. আইয়ুব আলীর বাড়ি চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ায়। তিনি ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। মৃত আইয়ুব আলীর স্বজন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুস শফি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।কাউন্সিলর নুরুস শফি জানান, গত শুক্রবার নুনিয়ারছড়ার ৬ নম্বর জেটিতে নোঙর করা মাছ ধরার ট্রলারে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ট্রলারটিতে থাকা ১১ জেলে দগ্ধ হন। তন্মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হলে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে। কিন্তু তাকে সেখানে নেওয়ার সময় গতকাল শনিবার ভোর চারটার দিকে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু
পরবর্তী নিবন্ধবিয়ের আসরে ম্যাজিস্ট্রেট খাবার ফেলে পালালো অতিথিরা