কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো তিন জেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জন মারা গেল। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ৬ নম্বর ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারটির ১২ জেলে দগ্ধ হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে ১০ জনকে আশঙ্ক্ষাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকি দুজনকে কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।
দগ্ধ জেলেরা হলেন, আইয়ুব, দীল মোহাম্মদ, রফিক, মনির, শফিকুল, আরমান, রহিম, রহিমুল্লাহ, শাহিন, ওসমান, আলী আকবর ও দুলাল মাঝি। আহত সকলেই মো. সেলিমের মালিকানাধীন দুলাল মাঝির ফিশিং ট্রলারের জেলে। তারা কঙবাজার শহরের ১ নম্বর ওয়ার্ড কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।
তাদের মধ্যে গত শনিবার সকালে আয়ুব আলী এবং গত সোমবার সকালে ওসমান গনি মারা যান। আর সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিম উল্লাহ (৩৮), মোহাম্মদ শাহীন (৩৫) ও আরমান (২২)। মারা যাওয়া জেলেরা কঙবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার রাশেদ উল করিম জানান, চমেক হাসপাতালে ভর্তি ১০ জেলের মধ্যে এ পর্যন্ত পাঁচ জেলের মৃত্যু হয়েছে। বাকি পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন।