ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা

| শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

ফিলিপাইনের কোস্ট গার্ড শুক্রবার একটি ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে ম্যানিলা উপসাগরে ১৪ লাখ লিটার শিল্প জ্বালানী তেল আফলোড করার সময় তেল ছড়িয়ে পড়ার আশঙ্কায় ‘পরিবেশগত বিপর্যয়’ এড়াতে জোর তৎপরতা চালানো হচ্ছে। খবর বাসসের।

এমটি টেরা নোভা ট্রাঙ্কারটি কেন্দ্রিয় নগরী ইলোইলোর উদ্দেশ্যে যাত্রা করার পর বৃহস্পতিবার ভোরে লিমা পৌরসভা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে সমুদ্রে ডুবে এক ক্রু সদস্য মারা যায়। খবর এএফপি’র।

সাগরের কয়েক কিলোমিটারের মধ্যে তেলের আস্তরন শনাক্ত করা হয়। হাজার হাজার জেলে ও পর্যটন অপারেটর তাদের জীবিকা নির্বাহের জন্য ওই তেলের ওপর নির্ভরশীল। কোস্ট গার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরমান্দো বালিলো শুক্রবার বলেন, ‘সামান্য’ তেল ছড়িয়ে পড়েছে যা ট্যাঙ্কারটির চালিকা শক্তির জন্য ব্যবহৃত ডিজেল বলে মনে করা হচ্ছে। শিল্প জ্বালানী তেল নয়। বালিলো বলেন, ট্যাঙ্ক থেকে কোনো তেল লিক হচ্ছে না, তবে পরিবেশগত বিপর্যয় এড়াতে তেল নিম্নস্তরে পৌঁছানোর জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি সবুজ ও লাল দলের দুই দিনের ম্যাচ ড্র
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধ বন্ধের সময় এসেছে, নেতানিয়াহুকে স্পষ্ট বললেন কমলা