ট্যাক্সি কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সিএনজি চালিত ট্যাক্সি কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে রিয়াজ উদ্দিন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকাল ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলানা পাড়ায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াজ ওই এলাকার প্রবাসী সাহাব উদ্দিনের একমাত্র পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিয়াজকে আগেও জীবিকা নির্বাহের জন্য একটি ট্যাক্সি কিনে দিয়েছিল তার পরিবার। কিন্তু কিছুদিন আগে ট্যাক্সিটি বিক্রি করে দেয়। ট্যাক্সি বিক্রির সব টাকা নষ্ট করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা শুরু করে। গত কয়েকদিন যাবত তার মাকে পুনরায় আরেকটি ট্যাক্সি কিনে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। মা ছেলেকে তার পিতা দেশে আসলে ট্যাক্সি কিনে দিবে বলে জানায়। কিন্তু ছেলে মায়ের কথা মেনে নিতে পারেনি। গত শুক্রবার দিবাগত রাতে প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষে রিয়াজ তার নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। এরপর রাতের কোনো এক সময় যুবক রিয়াজ ঘরের ছাউনির বিমের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে ডাকতে গিয়ে রুমের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচোরাচালানে জড়িত সন্দেহে কুয়ালালামপুরে ৪ বাংলাদেশি আটক
পরবর্তী নিবন্ধজিএম কাদেরকে ছাড়া জাপার রওশন-আনিসুলদের ঐক্য