চট্টগ্রাম বিভাগ ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইসহাক বাদশা (৭০) গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারী মেডিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি নাতনীসহ বহু আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুশ শরফ প্রাঙ্গনে ১ম জানাজা এবং কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইসহাক বাদশার ইন্তেকালে চট্টগ্রাম বিভাগ ট্যাংকলরী মালিক সমিতির কার্যকরি সভাপতি মো. কামাল উদ্দিন, মহাসচিব আবু তৈয়ব পাটোয়ারী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম মোমেন, কার্যকরি সদস্য আহমেদ আবদুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন-ইসহাক বাদশার মৃত্যুতে ট্যাংকলরী ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












