নগরের পাহাড়তলী থানার টোল সড়কের রাসমনি ঘাট এলাকায় মর্নিংওয়াক করতে গিয়ে পেছন থেকে প্রাইভেট কারের ধাক্কায় তুলসী দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ফৌজদারহাট শিল্প এলাকার একটি বহুজাতিক একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত চাকরিজীবী ছিলেন। নিহত তুলসী দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। আবসরের পর থেকে স্ত্রী ও দুই কন্যা নিয়ে নগরের উত্তর কাট্টলী এলাকায় বাসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালে মর্নিংওয়াক করতে বের হন তুলসী দাস। ওই সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার ফুটপাতে গিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার দুই পায়ের গোড়ালি ভেঙে যায়। এছাড়া মাথা ও শরীরে মারাত্মকভাবে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাহাড়তলী থানা পুলিশ জানায়, সকালে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারটি আটক করা হলেও চালক ও ২ আরোহী পালিয়ে যায়।