টোল প্লাজায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় টোল দিতে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বেশ কয়েকজন হতাহত হয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর বাংলানিউজের।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আহতদের টোল প্লাজার থাকা লোকজন উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো তথ্য জানায়নি কাস্টমস
পরবর্তী নিবন্ধনিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশ পাসও বাতিল