টোনাটুনির মহরত অনুষ্ঠান

| বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

জনপ্রিয় সংগীত শিল্পী হাসান জাহাঙ্গীর, একই সাথে গীতিকার ও সুরকার। এই ঈদে মুক্তি পেল তার এক্সক্লুসিভ মিউজিক ভিডিও টোনাটুনি। যেমন মিষ্টি গানের কথা তেমনি হৃদয় ছোঁয়া সুর এবং চমৎকার গায়কি।

গত ২৯ জুন বিকেলে লেন্স প্লাস স্টুডিওতে অনুষ্ঠিত হল মহরত অনুষ্ঠান। দেশের খ্যাতিমান সাংবাদিক, সংগীতশিল্পী, নাট্যজন, আবৃত্তিশিল্পী, লেখক তথা সংস্কৃতিজনরা ভূয়সী প্রশংসা করেন গানের কথা, সুর ও চমৎকার লোকেশনে ধারণ করা মিউজিক ভিডিওর। সন্ধ্যা ছয়টায় সর্বস্তরের দর্শকশ্রোতার জন্য Hasan jahangir productions (হাসান জাহাঙ্গীর প্রোডাকশন) ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে প্রকাশিত হয় টোনাটুনি। আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ও জিএম বুলবুলের সঞ্চালনায় মহরত অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, ডা. উজ্জ্বল কান্তি দাস, খাদ্য কর্মকর্তা সুনীল দত্ত, নাট্যজন সাইফুল আলম বাবু, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, সংগীতশিল্পী ইকবাল হাইদার, কাজল দত্ত, অনামিকা তালুকদার, ইকবাল পিন্টু,মুন্না ফারুক, দিদারুল ইসলাম, শিমলী দাশ, মূকাভিনয় শিল্পী রিজওয়ান রাজন, বেতার অনুষ্ঠান ঘোষক নাসিমা আক্তার ডেইজি, সাংবাদিক সারোয়ার আমিন বাবু, সাবেক ছাত্রনেতা মো. সাজ্জাত হোসেন, সাংবাদিক আনিস খোকন, সংস্কৃতি জন মাহফুজুর রহমান, কবি সুবর্ণা দাশ মুনমুন, মানবাধিকার কর্মী মেহেরুন নিপা।

বক্তব্য রাখেন কোরিওগ্রাফার তানহা, আবৃত্তি শিল্পী সায়েম উদ্দিন, মুন সহ বিশ জনের মিউজিক ভিডিও নির্মাণ টিমের সদস্য আকাশ, শাহ আলম, বাবলু বাবু, মিহান এবং আশরাফ। সংগীত পরিবেশন করেন অনামিকা তালুকদার, দিদারুল ইসলাম, ইকবাল পিন্টু, শিমলি দাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিলেটি গানের মাধ্যমে ৫০ বছর পূর্তির যাত্রা শুরু সোলস’র
পরবর্তী নিবন্ধপিছিয়ে গেল সাবিনাদের ম্যাচ