টোকিও গেল বাংলাদেশের অলিম্পিক দল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

অলিম্পিকে বরাবরের মত এবারে বাংলাদেশের দল খুব ছোট। টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৬ ক্রীড়াবিদ। তারা হলেন- দুই আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। অ্যাথলেট জহির রায়হান ও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। এই ছয় ক্রীড়াবিদের মধ্যে দুই সাঁতারু আছেন দেশের বাইরে। আরিফুল ইসলাম ফ্রান্সে এবং জুনাইনা আহমেদ যুক্তরাষ্ট্রে। দেশে থাকা দুই আরচার এবং এক শ্যুটার রোমান সানা, দিয়া সিদ্দিকী ও আবদুল্লাহ হেল বাকি গতকাল সন্ধ্যায় রওয়ানা হয়েছেন টোকিওর উদ্দেশ্যে। এই তিনজনের টোকিও যাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ক্রীড়াবিদদের অলিম্পিক মিশন। দুই আরচারের সঙ্গে গেছেন কোচ মার্টিন ফ্রেডরিক ও ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় রওয়ানা হয়েছে অলিম্পিক দল। আজ শনিবার স্থানীয় সময় বিকেলে টোকিওতে পৌঁছাবে তারা । শুট্যার আব্দুল্লাহ হেল বাকি ও কোচ গোলাম শফিউদ্দিন খান শিপলুও গেছেন একই ফ্লাইটে। ক্রীড়াবিদদের টোকিও যাওয়ার আগেই সেখানে পৌঁছেছেন অফিসিয়াল ৩ জন। তারা হলেন কন্টিনজেন্টের অলিম্পিক অ্যাটাসি ফখরুদ্দিন হায়দার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। সাঁতারু আরিফুল ইসলাম আজ শনিবার ফ্রান্স থেকে জাপানের উদ্দেশে রওনা দেবেন। জুনাইনা আহমেদ যুক্তরাষ্ট্র থেকে টোকিও যাবেন ২৬ জুলাই। অ্যাথলেট জহির রায়হান ও তার কোচ আবদুল্লাহ হেল কাফি জাপান যাবেন আগামী ২৫ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস ভীতি বাড়ছে অলিম্পিকে
পরবর্তী নিবন্ধমাশরাফিকে ছাড়িয়ে সবার উপরে এখন সাকিব