টোকিও অলিম্পিক : মিশ্র দ্বৈত থেকে রোমান-দিয়া জুটির বিদায়

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

নানা আলোচনা, সমালোচনা সঙ্গে নিয়ে গত শুক্রবার রাতে পর্দা উঠেছে টোকিও অলিম্পিকসের। করোনা মহামারীকালে আয়োজিত এই ক্রীড়া আসরে দুই শতাধিক দেশ থেকে আসা ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। জাপানের সম্রাট নারুহিতো বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞের উদ্বোধন ঘোষণা করেন। ভাইরাস থেকে বাঁচতে স্টেডিয়াম প্রায় খালি রেখে শুরু হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। অলিম্পিকসের ৩২তম আসরে মশাল জ্বালান জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। এবারের আসরে স্বাগতিক জাপানের ৫৫২ জন অ্যাথলেট অংশ নিচ্ছে। এর মধ্যে ২৯৩ পুরুষ ও ২৫৯ জন নারী। গত বছরই মাঠে গড়ানোর কথা ছিল এবারের আসরের। কিন্তু মহামারীর কারণে তা এক বছর পিছিয়ে দেওয়া হয় তা। পিছিয়ে গেলেও টোকিওর অলিম্পিকস আসরের নামের সঙ্গে থাকছে ‘২০২০’।

অলিম্পিকসে বাংলাদেশের পতাকা বহন করেন সাঁতারু আরিফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী। বাংলাদেশের হয়ে এই আসরে অংশ নেবেন মোট ৬ অ্যাথলেট। বাকিরা হলেন সাঁতারু জুনাইনা আহমেদ, আর্চার রোমান সানা, স্প্রিন্টার জহির রায়হান ও শুটার আব্দুল্লাহ হেল বাকি। এদিকে আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালের আগে ছিটকে গেছে বাংলাদেশ। মিশ্র দ্বৈত থেকে রোমান-দিয়া জুটি বিদায় নিয়েছেন। ইউমেনোশিমা ফিল্ডে শনিবার রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান-কিম জে ডিওক জুটি। প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে হেরে যাওয়া রোমান-দিয়া জুটি দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও হার মানে ৩৫-৩৩ ব্যবধানে। তৃতীয় সেটে লড়াই জমেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। হেরে যান ৩৯-৩৮ পয়েন্টে। রোমান-দিয়া জুটিকে নিয়েই টোকিওর আসরে প্রত্যাশা বেশি বাংলাদেশের। কিন্তু তাদের মিশ্র দ্বৈতের শুরুটা ভালো হলো না মোটেও। এখনও দুজনের ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে মেয়েদের এশিয়ান কাপের বাছাই হবে না
পরবর্তী নিবন্ধএবার বৃহস্পতির ‘চাঁদে’ রকেট পাঠাবে নাসা