করোনার ভয়ে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়াল উত্তর কোরিয়া। আসন্ন আসর থেকে নাম প্রত্যাহার করে নেয়া প্রথম দেশ তারা। উত্তর কোরিয়ার এই সিদ্ধান্ত অন্য দেশগুলোকেও প্রভাবিত করতে পারে। ফলে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আসর আয়োজনে জাপান ফের অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় জানায়, গত ২৫ মার্চ মিটিংয়ের পর করোনার এই সময়ে ক্রীড়াবিদদের সুরক্ষার স্বার্থে অলিম্পিকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।