টোকিও অলিম্পিকে বাংলাদেশ দল যাবে ধাপে ধাপে

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে টোকিও অলিম্পিক। অ্যাথলেটদের থাকার জায়গা ‘অলিম্পিক ভিলেজ’ খুলে দিয়েছে তারা। বাংলাদেশের অ্যাথলেটরা কয়েক ধাপে যাবে টোকিওতে। আগামী ২৩ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হবে এবারের আসর। অলিম্পিক ভিলেজ খুলে দেওয়ার বিষয়টি সোমবার জানায় টোকিও অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ। ভিলেজে থাকা অ্যাথলেটদেরকে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য কঠোর বিধি অনুসরণ করতে হবে। শুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিতে আব্দুল্লাহ হেল বাকি এবং আর্চারির রোমান সানা ও দিয়া সিদ্দীকি রওনা দেবেন আগামী শুক্রবার।
অ্যাথলেটিক্সের ৪০০ মিটারে অংশ নিতে জহির রায়হান রওনা দেবেন ২৫ জুলাই। দুই সাঁতারুর মধ্যে আরিফুল ইসলাম ১৮ জুলাই প্যারিস থেকে এবং ২৬ জুলাই জুনাইনা আহমেদ লন্ডন থেকে দলের সঙ্গে যোগ দিবেন। ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা থাকবে গত এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ১০০ মিটার মিডলে রিলেতে রুপা জেতা সাঁতারু আরিফুলের হাতে।

পূর্ববর্তী নিবন্ধনিজেকে আবারো ক্রিকেটের বস ঘোষণা গেইলের
পরবর্তী নিবন্ধগোল পোস্টের জাল কেটে নিয়ে গেলেন ডি মারিয়া