টোকিওতে দর্শকশূন্য থাকবে গ্যালারি

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

আর কদিন পরই শুরু হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। অথচ বিশ্বের তাবত ক্রীড়াবিদদের স্বপ্নের গেমস এবারের একেবারে ম্যাড়ম্যাড়ে। হবে কি হবেনা করতে করতে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে অলিম্পিক। তবে এবারের অলিম্পিক হবে দর্শক শূন্য। অলিম্পিকের বিভিন্ন ইভেন্টের মধ্যে যেগুলো জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের শহরে হবে সেগুলোতে খালি থাকবে গ্যালারি। অর্থাৎ কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই মাঠে গড়াবে ইভেন্টগুলো। তবে জাপানেরই অন্যান্য এলাকার স্টেডিয়ামে ধারণক্ষমতার অর্ধেক দর্শকের উপস্থিতি রাখা যাবে।
গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন জাপানের অলিম্পিক বিষয়ক মন্ত্রী তামায়ো মারুকাওয়া। জাপানে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামায়ো মারুকাওয়া জানিয়েছেন, টোকিওসহ এর আশপাশের শহরে অলিম্পিকের যেসব ইভেন্ট হবে, সেগুলো আয়োজনের সময় স্টেডিয়ামে কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। তবে ফুকুশিমা, মিয়াগি ও শিজুওকা অঞ্চলগুলোতে স্টেডিয়ামের ধারণক্ষমতার অর্ধেক দর্শক প্রবেশ করতে দেওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধসেরা হওয়ার লড়াই তিতে-স্কালোনিরও
পরবর্তী নিবন্ধমেসি নয় পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে ভাবছে ব্রাজিল