শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। কিন্তু একদিন না যেতেই তাকে পেতে হলো দুঃসংবাদ। টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই ডানহাতি অভিজ্ঞ উইকেটরক্ষক–ব্যাটার। গত সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে আঘাত পেেেছন মুশফিক। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে। এ সময় ফিজিওর তত্ত্বাবধানে মাঠে সেবা–শুশ্রুষাও করা হয় তাঁর। সেই আঘাত নিয়ে পরে কিপিং এবং ব্যাট করে দলের জয়ে ভূমিকা রাখেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, স্ক্যানে চিড় ধরা পড়েছে। এই ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক। মুশফিকের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা।