শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ঘেষণা করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তার ডেপুটি করা হয়েছে লিটন দাশকে। দুই দিন আগে মোমিনুল হক বোর্ড সভাপতির সাথে দেখা করে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এর শুরু হয় জল্পনা কল্পনা কে হচ্ছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।
শেষ পর্যন্ত সাকিবের কাধেই উঠল টাইগারদের টেস্ট দলের দায়িত্ব। এ নিয়ে তৃতীয়বার টাইহারদের টেস্ট দলের অধিনায়ক হলেন সাকিব৷ আর তিনবারই ওয়েস্ট ইন্ডিজ সফরে।
২০০৯ সালে প্রথমবার অধিনায়কত্ব পান সাকিব। ২০১৮ সালে দ্বিতীয় বার অধিনায়ক হন সাকিব। আর এবার আবারো সেই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন সাকিব।