টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল নিয়ে উধাও

প্রতারক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ত্রেুতা সেজে এসে টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত রবিবার কোতোয়ালী থানা পুলিশ সাতকানিয়া থানার ডেমশা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক একরামুল হক একরামকে (২৪) গ্রেপ্তার করে। সে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বাকরখালী মোতালেবের বাপের বাড়ির মৃত আব্দুল সালামের ছেলে।
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ইস্তিহান ইবনে সিনহা ও তার বন্ধু আসিফুর রহমান সজীব বিক্রয় ডটকমে মোটরসাইকেল বিক্রির একটি পোস্ট দেন। ২১ ফেব্রুয়ারি গ্রেপ্তার একরাম মোটরসাইকেলটি ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন। এরপর কোতোয়ালী থানাধীন জেলরোড এলাকার শাহ আমানত (রা.) মাজার গেইটের সামনে এসে দরদামের পর মোটরসাইকেলটি টেস্ট ড্রাইভ করতে গিয়ে পালিয়ে যায় ক্রেতাবেশী ওই প্রতারক। কিছুক্ষণ পর সে মোবাইলে কল দিয়ে জানায় মোটরসাইকেলের কাগজপত্র সাথে না থাকায় তাকে কোতোয়ালী মোড়ে ট্রাফিক সার্জেন্ট আটক করে রেখেছে। তাৎক্ষনিক কোতোয়ালী মোড়ে গিয়ে দুই বন্ধু বুঝতে পারেন তাদেরকে বিভ্রান্ত করে সেই ক্রেতা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে। এই ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে পুলিশ সাতকানিয়ায় অভিযান চালিয়ে প্রতারককে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মো. মেহেদী হাসান জানান, আসামি মো. একরামুল হক একরাম তার গ্রামের বাড়ি সাতকানিয়ায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে আমরা রবিবার দুপুরে সাতকানিয়ার ডেমশা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ একরামকে গ্রেপ্তার করি। আসামি একটি মুরগীর ফার্মে চাকুরি করে এবং পাশাপাশি মোটরসাইকেল চুরি করে। আবার কখনো প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে যায়। মূলত সে বিক্রয় ডটকমকে তার শিকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেখানে মোটরসাইকেল বিক্রির পোস্ট দেখলেই সে ক্রেতা সেজে অভিনব কৌশলে বাইক হাতিয়ে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড ও আদিনাথে শিব চতুর্দশী মেলা শুরু
পরবর্তী নিবন্ধটেকনাফে বিদেশি পিস্তল-গুলি ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক