টেস্ট জিততেই এসেছে আফগানরা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটে বেশ নবীন আফগানিস্তান। তাই বাংলাদেশের মতো নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায় না আফগানরা। দুই বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছে আফগানরা। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজটি ১১ এ অমীমাংসিত ছিল। সে ম্যাচে আফগানদের পক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন হাসমতউল্লাহ শহীদি। এবারে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের সিরিজে আফগানদের অধিনায়ক এই শহীদি। যদিও আফগানদের সবচাইতে বড় শক্তির নাম রশিদ খান। তবে এবারের সিরিজে নেই সেই রশিদ খান। ২০১৯ সালে একমাত্র টেস্টে বলতে গেলে এই রশিদের কাছেই হেরেছিল বাংলাদেশ। রশিদ খানের মত ক্রিকেটার না থাকলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন আফগান অধিনায়ক শহীদি। বরং কথা শুনে মনে হচ্ছে আফগানরা অনেক বেশি সাহসী। হাসমতউল্লাহ শহীদিতো বলেই দিলেন তাদের প্রত্যাশা অনেক উঁচুতে। তিনি বলেন আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি। আমরা এখানে জিততে চাই। তার দল ২ বছর ৩ মাস পর টেস্ট খেললেও তা তাদের পারফরম্যান্সে কোন প্রভাব ফেলবে না বলে মনে করেন শহীদি। তিনি বলেন আমরা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। আমরা এই ম্যাচটার জন্য প্রস্তুতি নিয়েছি। এই ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। তারপরও রশিদ খানের অনুপস্থিতিটা চ্যালেঞ্জিং মনে করছেন আফগান অধিনায়ক। কারন রশিদ খান আমাদের দলের মূল বোলারের একজন। সে আগের টেস্টগুলোতে ভালো পারফর্ম করেছে। তবে এখন আমাদের অন্যান্য বোলার আছে। অন্য অপশনও আছে। আশা করছি তারা আমাদের হয়ে পারফর্ম করবে। বাংলাদেশের মাটিতে তার দল আগে একটি টেস্টই খেলেছে। আর তাতে তুলে নিয়েছিল ঐতিহাসিক এক জয়। সেই টেস্টকে অনুপ্রেরণা ধরেই এগোতে চান আফগান দলপতি। তিনি বলেন সে ম্যাচটি আমাদের অনুপ্রাণিত করছে। আমরা এখানে একটি মাত্রই টেস্ট খেলেছি এবং সেটা জিতেছি। যেটা আমাদেরকে প্রবলভাবে আত্মবিশ্বাসী করে তুলছে। আমরা সেখান থেকেই শুরু করতে চাই। লক্ষ্য থাকবে ইতিবাচক ক্রিকেট খেলা এবং শেষ ম্যাচ থেকে আত্মবিশ্বাস নেওয়া। বাংলাদেশ দলের শক্তি সামর্থ সম্পর্কেও বেশ ভালই জানা আফগান অধিনায়কের। তবে নিজেদের সামর্থ নিয়ে কোন ধরনের হতাশা নেই তার মধ্যে। তাদের লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে খেলা এবং জয় তুলে নেওয়া।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধউইকেট নয় ম্যাচ জয়ের চ্যালেঞ্জ নিয়ে ভাবছেন লিটন