আগামী আগস্ট থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। প্রথম আসরের চেয়ে দ্বিতীয় আসরে ম্যাচ কমছে বাংলাদেশের। প্রথম আসরে বাংলাদেশ দুটি তিন ম্যাচের সিরিজ খেলার সুযোগ পেয়েছিল। যদিও করোনার কারণে একটা সিরিজও তিন ম্যাচের হয়নি। দ্বিতীয় আসরে তিন ম্যাচের সিরিজ নেই-ই বাংলাদেশের। সব সিরিজই দুই ম্যাচের।
আগের আসরের মতোই ঘরে বাইরে মিলিয়ে ছয়টি সিরিজ খেলবে প্রতিটি দল। সে হিসেবে দ্বিতীয় আসরে বাংলাদেশের মোট ম্যাচ ১২টি। বাংলাদেশ তাদের ১২ টেস্টের প্রথমটি খেলবে আগামী নভেম্বর-ডিসেম্বরে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। ডিসেম্বরে ঘরের মাঠে খেলবে শ্রীলংকার বিপক্ষে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে টাইগাররা। আগামী বছরের মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ, জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর। নভেম্বরে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি।