টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইতিহাসে নিজেদের মাটিতে একবারই সিরিজ হেরেছিল পাকিস্তান। ২০২২ সালে ইংল্যান্ড ৩০ ব্যবধানে তাদের বিপক্ষে সিরিজ জিতে নেয়। এবার একই কাজ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দল হিসেবে গতকাল স্বাগতিকদের বিপক্ষে ২০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। এই টেস্টের আগে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে টেস্টে ২৪ বছরের ইতিহাস তারা ঘুচাল গতকাল রোববার। বিদেশের মাটিতে এটি টাইগারদের তৃতীয় সিরিজ জয়। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ব্যাপক উন্নতি হয়েছে বাংলাদেশের। বড় লাফ দিয়ে ৬ ম্যাচে ৩ জয় ও সমান হারে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে তারা। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট এখন তাদের। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে ভারত। ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। আর ১৯.০২ শতাংশ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে ধবলধোলাই হওয়া পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধদেশের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধইতিহাস গড়া ম্যাচের সেরা লিটন দাস