টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালের জন্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষনা করে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশন নিয়ে আগামী ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ২০২৩ সালে ওভালে সর্বশেষ ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়েছিল অসিরা। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে একই দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাবে অস্ট্রেলিয়া। ২৫ জুন থেকে বার্বাডোজে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

অস্ট্রেলিয়ার টেস্ট দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লিঁও, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার। এদিকে পেসার লুঙ্গি এনগিডিকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ)। কুঁচকির ইনজুরির কারণে ৯ মাস মাঠের বাইরে ছিলেন এনগিডি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাওয়া নিয়ে পেসার কাগিসো রাবাদার শঙ্কা ছিল। গত ৩ মে এক মাসের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় দলে রাখা হয়েছে রাবাদাকে। ব্যাটিং লাইন বিভাগকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্ব শেষে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কাইল ভেরিনি, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।

পূর্ববর্তী নিবন্ধশাস্তি পেল বাংলাদেশ বয়েজ ক্লাব একাডেমি এবং তার কোচ
পরবর্তী নিবন্ধএসএস ও সানরাইজ একাডেমির জয়