শ্রীলংকায় প্রথম টেস্টে খেলেননি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে পাঁচটি দিন যেন স্বপ্নময় জগতে বিচরণ করেন তিনি। সেখানে সুযোগ পান টেস্ট ক্রিকেটকে কাছ থেকে দেখার ও অনুভব করার। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মঙ্গলবার তরুণ পেসার বলেন, ‘প্রথমবারের মতো ১৪ জনে ছিলাম। এত কাছ থেকে টেস্ট খেলা কখনও দেখিনি। আমার জন্য রোমাঞ্চকর ছিল। টেস্ট খেলা আসলে মজার খেলা। প্রতি সেশনে ‘মুভমেন্ট’ বদল হয়, ম্যাসেজ পাঠানো হয়। আমি খুবই রোমাঞ্চিত ছিলাম, মনে হয়নি যে ম্যাচের বাইরে আছি। মনে হচ্ছিল যে ম্যাচ খেলছি। সবসময় যাওয়া-আসার ভেতর, ইনফরমেশনের ভেতর ছিলাম। তাসকিন,ইবাদত হোসেনদের প্রচেষ্টা দেখে বলেন যদি কখনও সুযোগ পাই, আমিও চেষ্টা করব।’ আপাতত সেই সুযোগের আশায়ই দিন গুনছেন শরিফুল। তার ক্রিকেট গুরু, বাংলাদেশের হয়ে তিন টেস্ট খেলা সাবেক পেসার আলমগীর কবিরের কাছ থেকে অনেক শুনেছেন টেস্ট ক্রিকেটের গল্প। ১৯ বছর বয়সী পেসার সেভাবেই হৃদয়ে এঁকেছেন টেস্টের স্বপ্ন। ‘আমি যখন খেলা শুরু করেছি, তখন থেকেই চিন্তা ছিল যে তিনটি ফরম্যাটই খেলব। যদি আমি টেস্ট খেলি কখনও, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার কোচ, যার কাছে আমি শিখেছি, অনুশীলন করেছি, উনি টেস্ট ক্রিকেটার ছিলেন। উনি বলেছিলেন, টেস্ট ক্রিকেট হলো সর্বোচ্চ মানের খেলা। ওইখানে খেলতে পারলে ভালো হবে। কখনও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ পেস বোলিং কোচ ওটিস গিবসনের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ এখন শরিফুলের। ‘অনেক ভালো অনুশীল করছি আমরা এখন। সবাই মিলে বাড়তি জিম করছি, স্পট বোলিং করছি। ওটিস বোলিংয়ের গ্রিপ ও সবকিছু শেখাচ্ছে। যদি কখনও খেলি, যেগুলো শিখেছি, ম্যাচে বাস্তবায়ন করে দেখানোর চেষ্টা করব। দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শরিফুল। বিসিবির ভিডিও বার্তায় মঙ্গলবার তিনি শোনান দলের ভেতরে তার দারুণ এক লড়াইয়ের গল্প। ‘ব্যাটসম্যানদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে মুশফিক ভাইয়ের ব্যাটিং। আমি এখনও তাকে আউট করতে পারিনি। যে কোনো একটা খেলায় আমার ইচ্ছা তার উইকেট নেওয়া।’ ‘মুশফিক ভাই আর তামিম ভাইয়ের ব্যাটিং খুব ভালো লাগে। আগে দেখতাম তাদের খেলা। এখন তাদের সঙ্গে খেলছি, তাদেরকে বোলিং করছি, খুব ভালো লাগছে। তাদের সঙ্গে ভালোই ফাইট হচ্ছে নেটের ভেতর।’ নেটের মজার লড়াই থেকে এখন মাঠের সত্যিকার লড়াইয়ে তাকিয়ে শরিফুল। বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্ট। তিনি আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবেন সুযোগের।