বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে ২২ বছর। এরই মধ্যে ১০০ হারের স্বাদ নিয়ে ফেলেছে। মাঝে মাধ্যে আলোর ঝলকানি দেখা গেলেও নিমিষেই হারিয়ে যায় নি আলো। তাই চারদিকে উঠে সমালোচনা। বাংলাদেশ কেন টেস্ট ক্রিকেটে ভাল করতে পারছেনা সে সম্পর্কে বলতে গিয়ে দলের কোচ বলেছিলেন টেস্ট সংস্কৃতি এখনো গড়ে উঠেনি বাংলাদেশে। এবার কোচের কণ্ঠে গলা মেলালেন অধিনায়ক সাকিবও। সাথে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের প্রতি এদেশের মানুষের উদাসীনতার কথাও বললেন।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে নিয়মিত চিত্র সমর্থকে কানায় কানায় পরিপূর্ণ থাকে গ্যালারি। কিন্তু বাংলাদেশে সংখ্যাটা হাতে গোনার মতো। তার মতে এতেই ফুটে উঠছে দেশের টেস্ট সংস্কৃতির করুণ অবস্থা। এর উন্নতি না হলে লাল বলে ভালো করার সম্ভাবনা দেখেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
টেস্ট খেলার সঠিক মানসিকতা খেলোয়াড়দের মধ্যে আছে কিনা, এর প্রভাবে দলের এই বাজে হাল কিনা, এমন সব প্রশ্নের জবাবে সাকিব বলেন খেলোয়াড়দের এখানে খুব বেশি দোষ দেওয়াটা ঠিক হবে না। আমাদের দেশের সিস্টেমটাই কিন্তু এমন। আপনি কবে দেখেছেন বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে। টেস্টের সংস্কৃতিটাই আমাদের দেশে ছিল না কখনও এখনও নেই। ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদের মিলে এই সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন সাকিব। তা না হলে টেস্ট বাংলাদেশের ভবিষ্যৎ এর চেয়ে খুব বেশি ভালো দেখেন না তিনি। সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে আগানো যায় তাহলেই হয়তো কিছু সম্ভব। নইলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না।
১৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে আসছেন সাকিব। অভিজ্ঞ এই ক্রিকেটার মনে করেন টেস্টকে সেভাবে মূল্যায়নই করা হয় না এই দেশে। তবে এখানে নিজেদের খারাপ পারফরম্যান্সের দায়ও দেখছেন তিনি। আমরা যে টেস্ট ক্রিকেটকে খুব বেশি মূল্যায়ন করি তা নয়। হতে পারে আমরা ফলাফল ভালো করিনি এ কারণে মূল্যায়নও হয়নি। তবে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে। একটার সঙ্গে আরেকটাকে সম্পৃক্ত করতে হবে। তাহলেই ভালো কিছু সম্ভব। আপাতত লম্বা একটা সময় টেস্ট সিরিজ নেই বাংলাদেশের। আগামী নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে তারা। মাঝের এই সময়টা কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক। দলের সবাই মিলে পরিকল্পনা করে এগোতে চান উন্নতির পথে। উন্নতি আসলে সব বিভাগেই করতে হবে। আমরা যদি টেস্ট ম্যাচ জিততে চাই, সব বিভাগেই উন্নতি করতে হবে। ভালো দিক হলো, এখন অনেক বড় একটা বিরতি আছে। যারা টেস্ট খেলতে আগ্রহী তারা হয়তো যার যার জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করবে। উন্নতি ছাড়া আর কোনো পথ নেই ভালো করার। আমাদের এমন কোনো সেট অব প্লেয়ারও নেই যাদের আনলে তারাও ভালো করে ফেলবে।
যারা আছি বা বাইরে আর যে দুই ুচারজন আছে, সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে এগোতে পারি, তাহলেই ভালো কিছু সম্ভব হবে। তা না হলে এতদিন ধরে যা হয়ে আসছে তা থেকে খুব বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। টেস্টে ভালো করার জন্য দলের সবার মানসিকতার পরিবর্তনও খুব করে দরকার বলে মনে হচ্ছে সাকিবের। আমাদের নিজেদের চিন্তার পরিবর্তনটা খুব জরুরি। এই জায়গায় কাজ করার আছে। এখন পাঁচ মাসের মতো একটা সময় আছে। সবাই বসে, কথা বলে, চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত গুলো নেওয়া যাবে বলে আমি মনে করি। একজনকে ছাড়া আরেকজনকে নিয়ে পরিকল্পনা করে আসলে সফল হওয়া সম্ভব নয়। সবাই মিলে বসে যদি আমরা একটা পরিকল্পনা ধরে এগিয়ে যাই তাহলে অন্তত এক দেড় বছর পর ধারাবাহিক পারফর্ম করা সম্ভব। আগামীতে ঘরের মাঠের সিরিজগুলো অন্তত হারতে চান না তিনি। আমি বলব না যে টেস্ট জিততেই হবে। বিদেশে সব দলই আন্ডারডগ থাকে। নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন দল। ওরাও যখন বাইরে খেলতে যায়, হেরে যায়। অন্য দেশে গেলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত সব দলই হারে। আমাদের নিশ্চিত করতে হবে আমরা যেন ঘরের মাঠে না হারি। হয় ড্র করব, অথবা জিতব। তখনও হয়তো আমরা নিয়মিত নাও জিততে পারি।
তবে অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটটা খেলব। যেটা আমাদের জন্য খুবই জরুরি। দেশের সিরিজ গুলোতে খুব ভালো পরিকল্পনা করে খেলাটা তাই খুব গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করার চেষ্টা করি। আমরা যেন জিতি। না জিতলেও সিরিজটা যেন ড্র ছাড়া অন্য কোনো ফল না হয়।