টেস্ট ক্রিকেটে পূরণ করলেন দুইশ উইকেট সাকিব-তাইজুলকে পেছনে ফেললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

এক টেস্টে ১০ উইকেট। বাংলাদেশের বোলারদের ক্যারিয়ারে এমন দিন কালেভদ্রেও আসে না। এমন পারফরম্যান্স করার মত সাহসিকতা খুব কমই দেখাতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এবার মেহেদী হাসান মিরাজ করে দেখালেন সে কৃতিত্ব। যদিও এই কাজটা মিরাজ আগে আরো দুবার করেছেন। তবে এতদিন তার সঙ্গী ছিলেন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। এক টেস্টে সবচেয়ে বেশি ১০ উইকেট শিকারের রেকর্ডটি যৌথভাবে ছিল সাকিব আল হাসান আর তাইজুল ইসলামের। সাকিবতাইজুল টেস্টে ২ বার করে ১০ উইকেট শিকার করেছিলেন। গতকাল বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মিরাজ। যদিও দলকে জেতাতে পারেননি। তবে প্রথম ইনিংসে ৫২ রানে আর দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫টি করে উইকেট শিকার করেন মিরাজ। সবমিলিয়ে ১০২ রানে তার শিকার ১০ উইকেট। এ নিয়ে এক টেস্টে তৃতীয়বারের মতো ১০ উইকেট শিকারের কীর্তি গড়লেন মিরাজ। ছাড়িয়ে গেলেন সাকিব আর তাইজুলের ২ বার করে করা রেকর্ড। ৭১ টেস্টে সাকিবের উইকেট ২৪৬টি। ৫১ টেস্টে তাইজুলের শিকার ২১৭ উইকেট। তাইজুলের সমান ৫১ টেস্ট খেলে মিরাজ নিয়েছেন ১৯০ উইকেট।

এদিকে সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে দুইশ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিলেট টেস্টে দারুণ বল করেছেন এই স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ১০২ রানে নিয়েছেন ১০ উইকেট। অথচ ম্যাচে যেখানে সেরা স্পিনার ছিলেন তাইজুল। ৫২ টেস্টে মিরাজের উইকেট ২০০। যেখানে ইনিংসে তার সেরা বোলিং ৫৮ রানে ৭ উইকেট। যা তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ম্যাচে সেরা বোলিং ১১৭ রান খরচায় ১২ উইকেট। যা তিনি সেই ম্যাচে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ২০০ উইকেট নিয়ে মিরাজ বল করেছেন ২০৫৪.০ ওভার। আর রান দিয়েছেন ৬৩৪৬।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ দলের সেফ দ্যা মিশন সিরাজউদ্দিন মো. আলমগীর
পরবর্তী নিবন্ধএএইচএফ কাপ হকিতে এবার শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ