টেস্টে নিজেকে প্রমাণ করতে চান সাইফউদ্দিন

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারের ফরম্যাটেই তাকে দেখা যায়। টেস্ট ক্রিকেটে তাকে দেখা যায় না।
কারণ সাইফউদ্দিনকে টেস্ট দলে কখনো ডাকা হয় না তার ইনজুরি সমস্যার কারণে। তবে আসন্ন শ্রীলংকা সফরের জন্য টেস্ট স্কোয়াডের প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি। তাই সুযোগ পেলে ভালো কিছু করতে চান সাইফউদ্দিন। বুধবার মিরপুরে জাতীয় দলের অনুশীলন শেষে একথা জানান সাইফউদ্দিন।
তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা, আমিও ব্যতিক্রম নই। চেষ্টা থাকবে সুযোগ পেলে ভালো কিছু করা। আমার এখন সবচেয়ে বড় লক্ষ্য নিজেকে ফিট করা, স্কিল উন্নতি করা। আমি কিছুটা চিন্তিত আমার স্কিল নিয়ে।
আন্তর্জাতিক মানের ক্রিকেটে যেভাবে ডমিনেট করতে হয় সে অনুযায়ী প্রায় ৬-৭ মাস আমি বোলিং, ব্যাটিং সেভাবে করতে পারিনি।
তারপরও যে সময়টা আছে, যদি শ্রীলংকায় যাই সেখানে যে সময়টা পাবো নিজেকে মেলে দেওয়ার চেষ্টা করবো।’

পূর্ববর্তী নিবন্ধএবার ঘরোয়া ক্রিকেটকে মাঠে নামাতে চায় বিসিবি
পরবর্তী নিবন্ধশ্রীলংকা যাওয়া বিলম্ব হতে পারে টাইগারদের