নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
গতকাল বুধবার চলা এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ।
অভিযানে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করা এবং খাদ্যে ডাইং কালার ব্যবহার করার দায়ে কর্ণফুলী উপজেলার কলেজ রোড এলাকার নিউ মদিনা ফার্মেসিকে ৮ হাজার টাকা, শাহ আমানত স্টোরকে ২ হাজার টাকা এবং নগরীর ওয়াসা মোড় এলাকার টেস্টি ট্রিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।