সাংগঠনিক সামগ্রিক কর্মকাণ্ড বিস্তৃতি ও শক্তিশালী করার লক্ষ্যে সদস্যপদ নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, বকেয়া চাঁদা আদায়, সমিতির নিয়মনীতি সংগঠনকে শক্তিশালী করুন এই স্লোগান সামনে রেখে গতকাল সোমবার সকালে টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, প্রধান বক্তা ও উদ্ভোধক ছিলেন চসিক ২০ নং দেওয়ানবাজার কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল করিম। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, মো. লিয়াকত আলী, আহমদ হোসাইন, মোহাম্মদ আলমগীর আবু তাহের, আজগর আলী, নুরুল হুদা, ইশতেহাদ হোসেন রাজীব, আবু বক্কর বিন ইসলাম, মাওলানা জিয়াউল করীম, মো. ইশতিয়াক উদ্দিন, মো. মনজুর এলাহী, মো. দিদারুল আলম, মো. মিজানুর রহমান, উপদেষ্টা আব্দুল হান্নান, টিংকু বড়ুয়া, ওচমান গণি, ফজল আহমদ, আহমদ হোসাইন, আবুল কালাম কালু প্রমূখ। প্রধান অতিথি মো. শহিদুল ইসলাম বলেন, একটি সংগঠন শক্তিশালী হয় তাদের ন্যায়নিষ্ঠ কর্মে। এটি ব্যবসায়ীদের সংগঠন, এর মাধ্যমে সমাজসেবা ও মানবতার কল্যাণ সম্ভব তাই সেবার পরিমাণ আরো বৃদ্ধি করতে হবে। সুখী সমৃদ্ধিশালী দেশ গড়ার লক্ষ্যে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সাংগঠনিক কাঠামো শক্তিশালী রাখতে ঐক্যমত থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।