টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোঃ ইদ্রিসের ইন্তেকাল

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি ও বর্তমান উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইদ্রিস ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। গতকাল রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে টেরীবাজার মেইন রোডে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপদেষ্টা শামশুল আলম, মোঃ ইসমাইল, আহমদ হোছাইন, মোঃ মুছা, টিংকু বড়ুয়া, ওসমান গণি, নুরুল আমিন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, পৃষ্টপোষক হাজী রফিকুল আলম, মোস্তাক আহমদ, আব্দুস সামাদ, মোঃ ইলিয়াস, ফরিদুল আলম, রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন। এময় আরো উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ, মোহাম্মদ বাকের উল্যাহ, হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মোঃ মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ তাজুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, মোঃ জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩১ দফার আলোকে মেধাবী প্রজন্ম গড়তে মেধাবৃত্তি পরীক্ষা ১৮ অক্টোবর
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১